ল্যান্ডিং গিয়ার কাজ না করায় সামনের চাকা ছাড়াই মিয়ানমারের রাষ্ট্রীয় এয়ারলাইনসের যাত্রীবাহী একটি বিমানকে এর চালক নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন। এ নিয়ে মিয়ানমারে এক সপ্তাহের ব্যবধানে দুটি বিমান দুর্ঘটনায় পড়ল। এর আগে বুধবার ইয়াঙ্গুনে অবতরণের সময় তীব্র বাতাসের ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেলে ১৭ আরোহী আহত হয়েছিলেন। গতকাল স্থানীয় সময় সকালে যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও এমব্রায়ের ১৯০ উড়োজাহাজটিকে মান্দালয় বিমানবন্দরে নিরাপদে নামানোয় পাইলটের প্রশংসা করেছেন মিয়ানমার সরকারের যাতায়াত ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ ঘঁনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব। দেশটির রাষ্ট্রীয় ক্যারিয়ার-মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি মান্দালয়ে নামার সময় চালক এর সামনের চাকা অবমুক্ত করতে পারেননি। অবতরণের আগে বিমানটির চালক ক্যাপ্টেন মিয়াত মোয়ে অং বিমানবন্দরের উপর দিয়ে উড়োজাহাজটিকে দুই দফা উড়িয়েও নেন- যেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির ল্যান্ডিং গিয়ার নিচের দিকে আছে কিনা তা দেখতে পায়। মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস বিবৃতিতে বলেছে, ‘চালক এরপর জরুরি ব্যবস্থাপনায় যা যা দরকার তা করা শুরু করেন, উড়োজাহাজটির ভার কমানোর জন্য তিনি জ্বালানিও পুড়িয়ে ফেলেন।’ ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময় বিমানটির পেছনের চাকা প্রথমে ভূমি স্পর্শ করে, এরপর সামনের অংশ নামিয়ে আনা হয়। ওই অবস্থায় কিছুদূর যাওয়ার পর ধোঁয়া উড়িয়ে বিমানটি থেমে যায়। ক্রুরা পরে জরুরিভিত্তিতে যাত্রীদের বের করে আনেন। বিমানটির যাত্রীসংখ্যা জানায়নি মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস। এ ধরনের বিমানে সাধারণত ৯৬ থেকে ১১৪টি আসন থাকে বলে এমব্রায়েরের ওয়েবসাইটে লেখা আছে। বিবিসি
শিরোনাম
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত