ল্যান্ডিং গিয়ার কাজ না করায় সামনের চাকা ছাড়াই মিয়ানমারের রাষ্ট্রীয় এয়ারলাইনসের যাত্রীবাহী একটি বিমানকে এর চালক নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন। এ নিয়ে মিয়ানমারে এক সপ্তাহের ব্যবধানে দুটি বিমান দুর্ঘটনায় পড়ল। এর আগে বুধবার ইয়াঙ্গুনে অবতরণের সময় তীব্র বাতাসের ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেলে ১৭ আরোহী আহত হয়েছিলেন। গতকাল স্থানীয় সময় সকালে যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও এমব্রায়ের ১৯০ উড়োজাহাজটিকে মান্দালয় বিমানবন্দরে নিরাপদে নামানোয় পাইলটের প্রশংসা করেছেন মিয়ানমার সরকারের যাতায়াত ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ ঘঁনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব। দেশটির রাষ্ট্রীয় ক্যারিয়ার-মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি মান্দালয়ে নামার সময় চালক এর সামনের চাকা অবমুক্ত করতে পারেননি। অবতরণের আগে বিমানটির চালক ক্যাপ্টেন মিয়াত মোয়ে অং বিমানবন্দরের উপর দিয়ে উড়োজাহাজটিকে দুই দফা উড়িয়েও নেন- যেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির ল্যান্ডিং গিয়ার নিচের দিকে আছে কিনা তা দেখতে পায়। মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস বিবৃতিতে বলেছে, ‘চালক এরপর জরুরি ব্যবস্থাপনায় যা যা দরকার তা করা শুরু করেন, উড়োজাহাজটির ভার কমানোর জন্য তিনি জ্বালানিও পুড়িয়ে ফেলেন।’ ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময় বিমানটির পেছনের চাকা প্রথমে ভূমি স্পর্শ করে, এরপর সামনের অংশ নামিয়ে আনা হয়। ওই অবস্থায় কিছুদূর যাওয়ার পর ধোঁয়া উড়িয়ে বিমানটি থেমে যায়। ক্রুরা পরে জরুরিভিত্তিতে যাত্রীদের বের করে আনেন। বিমানটির যাত্রীসংখ্যা জানায়নি মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস। এ ধরনের বিমানে সাধারণত ৯৬ থেকে ১১৪টি আসন থাকে বলে এমব্রায়েরের ওয়েবসাইটে লেখা আছে। বিবিসি
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
খোলেনি সামনের চাকা পাইলটের দক্ষতায় রক্ষা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর