ল্যান্ডিং গিয়ার কাজ না করায় সামনের চাকা ছাড়াই মিয়ানমারের রাষ্ট্রীয় এয়ারলাইনসের যাত্রীবাহী একটি বিমানকে এর চালক নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন। এ নিয়ে মিয়ানমারে এক সপ্তাহের ব্যবধানে দুটি বিমান দুর্ঘটনায় পড়ল। এর আগে বুধবার ইয়াঙ্গুনে অবতরণের সময় তীব্র বাতাসের ধাক্কায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে গেলে ১৭ আরোহী আহত হয়েছিলেন। গতকাল স্থানীয় সময় সকালে যান্ত্রিক ত্রুটি সত্ত্বেও এমব্রায়ের ১৯০ উড়োজাহাজটিকে মান্দালয় বিমানবন্দরে নিরাপদে নামানোয় পাইলটের প্রশংসা করেছেন মিয়ানমার সরকারের যাতায়াত ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এ ঘঁনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব। দেশটির রাষ্ট্রীয় ক্যারিয়ার-মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি মান্দালয়ে নামার সময় চালক এর সামনের চাকা অবমুক্ত করতে পারেননি। অবতরণের আগে বিমানটির চালক ক্যাপ্টেন মিয়াত মোয়ে অং বিমানবন্দরের উপর দিয়ে উড়োজাহাজটিকে দুই দফা উড়িয়েও নেন- যেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার বিমানটির ল্যান্ডিং গিয়ার নিচের দিকে আছে কিনা তা দেখতে পায়। মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস বিবৃতিতে বলেছে, ‘চালক এরপর জরুরি ব্যবস্থাপনায় যা যা দরকার তা করা শুরু করেন, উড়োজাহাজটির ভার কমানোর জন্য তিনি জ্বালানিও পুড়িয়ে ফেলেন।’ ভিডিওতে দেখা গেছে, অবতরণের সময় বিমানটির পেছনের চাকা প্রথমে ভূমি স্পর্শ করে, এরপর সামনের অংশ নামিয়ে আনা হয়। ওই অবস্থায় কিছুদূর যাওয়ার পর ধোঁয়া উড়িয়ে বিমানটি থেমে যায়। ক্রুরা পরে জরুরিভিত্তিতে যাত্রীদের বের করে আনেন। বিমানটির যাত্রীসংখ্যা জানায়নি মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইনস। এ ধরনের বিমানে সাধারণত ৯৬ থেকে ১১৪টি আসন থাকে বলে এমব্রায়েরের ওয়েবসাইটে লেখা আছে। বিবিসি
শিরোনাম
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
খোলেনি সামনের চাকা পাইলটের দক্ষতায় রক্ষা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর