শনিবার, ১৫ জুন, ২০১৯ ০০:০০ টা

এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে সরিয়ে দিলেন ট্রাম্প

এবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে সরিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও সরকারি বাসভবনের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স হাকাবিকে বিদায় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত দুই বছর সারাহ স্যান্ডার্স অনেকটা অন্ধভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়ে এসেছেন এবং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেছেন। তারপরও তিনি বরখাস্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না। গত আড়াই বছরের টালমাটাল ট্রাম্প প্রশাসনে সারাহ স্যান্ডার্স ছিলেন প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী। ২০১৭ সালের জুলাই মাসে তিনি সাবেক প্রেস সেক্রেটারি সিন স্পাইসারের স্থলাভিষিক্ত হন। তার আগে তিনি স্পাইসারের শীর্ষ সহকারী ছিলেন। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প সারাহ স্যান্ডার্সকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেন তবে এ পদে কাকে নিয়োগ দেওয়া হবে তিনি তা জানাননি। ট্রাম্প বলেন, সাড়ে তিন বছর কাজ করার পর সারাহ স্যান্ডার্স হাকাবি চলতি মাসের শেষ দিকে হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন এবং তিনি মহান আরাকানসাস রাজ্যে ফিরে যাবেন।”

ট্রাম্প আশা করেন, সারাহ স্যান্ডার্স আরাকানসাস অঙ্গরাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সারাহ  বলেছেন, বিষয়টি নিশ্চিত নয়।

সর্বশেষ খবর