বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের অভিশংসন তদন্তে সাক্ষ্য দেবেন কূটনীতিকরা

ট্রাম্পের অভিশংসন তদন্তে  সাক্ষ্য দেবেন কূটনীতিকরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনবিষয়ক তদন্তের গতি আরও বাড়ছে। সূত্র বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কথোপকথনের বিষয়ে সাক্ষ্য দিতে দেশটির কূটনীতিকের বেশ কয়েকজনকে প্রতিনিধি পরিষদে ডাকা হবে। যদিও হোয়াইট হাউস এই তদন্ত প্রক্রিয়ার গতি শ্লথ করে দেওয়ার চেষ্টা করছে।

সাক্ষ্য দেবেন এমন কূটনীতিকের তালিকায় রয়েছেন ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গর্ডন সনল্যান্ড। তিনি মূলত হান্টার বাইডেনের বিষয়ে তদন্ত শুরুর জন্য ইউক্রেনে কাজ করেছিলেন। এ ছাড়া ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাশা ইভানোভিচকেও সাক্ষ্য দিতে বলা হয়েছে। গত ২৫ জুলাই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টিতে প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য তার ছেলে হান্টার বাইডেনের অতীত ব্যবসার ব্যাপারে তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। বিনিময়ে ইউক্রেনের জন্য বরাদ্দ সহায়তা তহবিল অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই কথোপকথনের তথ্য ফাঁস করে দেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) অজ্ঞাতনামা এক কর্মকর্তা।

সর্বশেষ খবর