রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সৌদি আরবে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন

সৌদি আরবে বিপুল পরিমাণ সৈন্য, যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। গত মাসে বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারসহ সৌদি আরবের দুটি প্লান্টে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন এ নিয়ে দুই দফা সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সৈন্য পাঠানোর ঘোষণা দিল। সেপ্টেম্বরের হামলার সপ্তাহখানেক পরেই ওয়াশিংটন সৌদি আরবে ২০০ সেনা পাঠানোর কথা জানিয়েছিল; সব মিলিয়ে সেখানে ৩ হাজারের মতো সৈন্য পাঠানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন, ইরানকে নিবৃত্ত করতেই ওয়াশিংটন সৌদি আরবে এ বিপুল পরিমাণ সৈন্য পাঠাচ্ছে।

 তেহরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আর কোনো সার্বভৌম দেশে আঘাত হেনো না, মার্কিন স্বার্থ, মার্কিন বাহিনীকে হুমকি দিও না, সেরকমটা হলে আমরা প্রতিক্রিয়া দেখাব।’

এদিকে সেনা মোতায়েনের এ খরচ যুক্তরাষ্ট্র বহন করছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার অনুরোধে সৌদি আরব এ সবকিছুর ব্যয় নির্বাহে রাজি হয়েছে।

সর্বশেষ খবর