Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৭ নভেম্বর, ২০১৯ ২৩:৩০

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শেষ হচ্ছে

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শেষ হচ্ছে

কয়েক মাস ধরে চলমান বাণিজ্য যুদ্ধের সময়ে আরোপকৃত শুল্ক ধাপে ধাপে প্রত্যাহারে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। গতকাল চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমার কথা জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি অন্তর্র্বর্তীকালীন চুক্তির বড় ধরনের সম্ভাবনা রয়েছে। ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্র বেশ কিছু শুল্ক প্রত্যাহার করবে। চীনা মোবাইল, ল্যাপটপ ও খেলনায় প্রত্যাহার করা শুল্কের পরিমাণ ১৫৬ বিলিয়ন ডলার হতে পারে। চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং বলেন, যে কোনো চুক্তির জন্য গুরুত্বপূর্ণ শর্ত ছিল শুল্ক প্রত্যাহার। বাণিজ্য চুক্তির প্রথম ধাপে পৌঁছানোর জন্য উভয় দেশকেই ধাপে ধাপে কিছু মাত্রায় শুল্ক প্রত্যাহার করতে হবে। মুখপাত্র বলেন, শুল্কারোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ হয়েছে এবং শুল্ক প্রত্যাহারেই সেটির সমাপ্তি হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার বিষয়ে বিস্তারিত না বললেও তিনি জানান, বাণিজ্য চুক্তির প্রথম ধাপের জন্য উভয় দেশ শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে।


আপনার মন্তব্য