রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতে ধর্ষকের আগুনে দগ্ধ সেই তরুণীর মৃত্যু

ভারতে ধর্ষকের আগুনে দগ্ধ সেই তরুণীর মৃত্যু

ভারতে নারী নির্যাতন যেন  থামছেই না। প্রতিদিন সেখানে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। এবার দেশটির উত্তর প্রদেশে ধর্ষণ মামলার শুনানিতে যাওয়ার পথে অভিযুক্তদের হাতে দগ্ধ উন্নাওয়ের ওই তরুণীকে বাঁচানো গেল না। শুক্রবার রাতে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এনডিটিভি জানিয়েছে। ২৩ বছর বয়সী এ তরুণীর শরীরের ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকেই তাকে বিমানে করে দিল্লির সফদারজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে উন্নাওয়ের এ তরুণী হৃদরোগে আক্রান্ত হন। ‘আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু রাত ১১টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান,’ বলেন সফদারজং হাসপাতালের চিকিৎসক ড. শালাব কুমার। মৃত্যুর আগে পুলিশকে ওই তরুণী তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া ৫ জনেরই নাম বলে যান বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। এ ৫ জনের মধ্যে মার্চে তাকে ধর্ষণে অভিযুক্ত দুজন ও তাদের বাবারাও আছে। ‘ভোর ৪টার দিকে রায় বেরিলিতে যাওয়ার ট্রেন ধরতে আমি স্টেশনে যাই। আমার জন্য ওই ৫ জন অপেক্ষা করছিল। আমাকে ঘিরে ধরার পর তারা প্রথমে আমার পায়ে লাঠি দিয়ে আঘাত করে, ঘাড়ে ছুরি চালায়। এর পর তারা আমার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সর্বশেষ খবর