শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

তালেবানদের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি : পম্পেও

তালেবানদের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি : পম্পেও

আফগানিস্তানে দেড় যুগের যুদ্ধের সমাপ্তিতে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারও এর আগে আফগান তালেবানদের সঙ্গে একটি প্রস্তাব নিয়ে দরকষাকষি চলছে বলে জানিয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার ‘মৃত্যু ঘটেছে’ বলে মন্তব্য করেছিলেন। পম্পেও জানান, প্রেসিডেন্ট এখন সশস্ত্র ওই গোষ্ঠীটির সঙ্গে ফের আলোচনা চালিয়ে যেতে সবুজ সংকেত দিয়েছেন।

সর্বশেষ খবর