মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের প্রথম টিকা পেলেন নিউইয়র্কের নার্স

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নার্স সান্দ্রা লিন্ডসের দেহে প্রয়োগের মাধ্যমে শুরু হলো যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের যাত্রা। গতকাল সকালে টিভিতে সরাসরি সম্প্রচারিত এ দৃশ্যের উদ্ধৃতি দিয়ে স্টেট প্রর্ণর অ্যান্ড্রু ক্যুমো বলেন, এ ভ্যাকসিন হচ্ছে মানবতাকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষাকবচ, যার মধ্য দিয়েই চলমান করোনাবিরোধী যুদ্ধের সফল সমাপ্তি ঘটবে। ভ্যাকসিন প্রয়োগ করেন ড. মিশেল চেস্টার। তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে। ভ্যাকসিন গ্রহণের পর নার্স সান্দ্রা বলেন, অন্য ভ্যাকসিনের চেয়ে এটির আলাদা কোনো কষ্ট অনুভব করিনি। আমি সবার উদ্দেশে বলতে চাই, এটি অত্যন্ত নিরাপদ একটি ভ্যাকসিন। ভয়ের কিছুই নেই।
এ ভ্যাকসিন প্রয়োগের মিনিটখানেক পরই প্রেসিডেন্ট ট্রাম্প টুইটে বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। অভিনন্দন ইউএসএ।’

সর্বশেষ খবর