শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উইঘুর ইস্যুতে পশ্চিমাদের চাপে চীন

উইঘুর মুসলিম নির্যাতন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর চাপে পড়েছে চীন। যুক্তরাষ্ট্র, কানাডার পর ফ্রান্সও একে গণহত্যা বলে অ্যাখ্যায়িত করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে পশ্চিমাদের সব সমালোচনা প্রত্যাখ্যান করেছে চীন। উইঘুর গণহত্যা ইস্যুতে পশ্চিমাদেশগুলোর চাপে পড়েছে চীন। গত কয়েক সপ্তাহে পশ্চিমা গণমাধ্যমে শিরোনামে চীন। দেশটির বিরুদ্ধে উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও গণহত্যার অভিযোগ তোলে পশ্চিমা দেশগুলো। উইঘুর মুসলিমদের প্রতি চীনা আচরণকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। গেল সপ্তাহে ফ্রান্সও একে গণহত্যা বলে আখ্যায়িত করেছে। পাশাপাশি হংকংয়ের গণতন্ত্র সমর্থকদের বিরুদ্ধে চীনের আচরণের কড়া সমালোচনাও করে তারা। চীন সরকার আচরণ না পাল্টালে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বেইজিং থেকে সরিয়ে নিতেও চাপ দিচ্ছে তারা। এদিকে উইঘুরদের পরিস্থিতি সরেজমিনে দেখতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে জিনজিয়াং প্রদেশে প্রবেশের অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি তাদের শ্রদ্ধাশীল হতে হবে। মানবাধিকার লঙ্ঘন হয় এমন কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে।

সর্বশেষ খবর