রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

হংকংয়ে কর্মকর্তারা শপথ গ্রহণ না করলে ইস্তফা দিতে হবে

প্রতিদিন ডেস্ক

হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন (এইচকেএসএআর) সরকারের যেসব কর্মকর্তা-কর্মচারী আনুগত্যের শপথ গ্রহণে কিংবা আনুগত্যের ঘোষণাপত্রে সই করতে নারাজ, তাদের চাকরি থেকে ইস্তবা দিতে হবে। এইচকেএসএআর সরকারের বেসামরিক বিভাগের সচিব প্যাট্রিক নিপ এ ঘোষণা দেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা বজায় রাখার স্বার্থে গণপ্রজাতন্ত্রী চীনের মৌলিক আইনগুলো রাখার সমুন্নত অঙ্গীকার করতে যারা রাজি নন, তাদের পদত্যাগ করতে বলা হবে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হংকংয়ের বিশেষ আঞ্চলিক সরকার গত বছর দুই দুবার শপথ গ্রহণ বা ঘোষণাপত্রের স্বাক্ষর প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। দেখা গেছে, এখনো ২০০ ব্যক্তি শপথ নেননি। প্যাট্রিক নিপ বলেন, এপ্রিলে আইন সভায় অধিবেশন বসবে। সেখানে তিনি সর্বশেষ পরিস্থিতি তুলে ধরবেন। তিনি বলেন, যেসব কর্মকর্তা-কর্মচারী শপথ নেবেন না বা ঘোষণায় সই দেবেন না তাদের ওপর এইচকেএসএআর সরকারের আস্থা ফুরিয়ে যাবে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় বিধিবিধান প্রয়োগ করে ওসব কর্মকর্তা-কর্মচারী অপসারণের কাজ শুরু হয়ে যাবে।

সর্বশেষ খবর