শনিবার, ১ মে, ২০২১ ০০:০০ টা

বাইডেনের বিজয় ত্বরান্বিত করেছে এশিয়ানরা : ইউএস সেনসাস ব্যুরো

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

গত নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় ত্বরান্বিত করেছেন এশিয়ান ভোটাররা। ইউএস সেনসাস ব্যুরো ২৯ এপ্রিল এ তথ্য প্রকাশ করেছে।

করোনা মহামারী সত্ত্বেও একবিংশ শতাব্দীর যে কোনো নির্বাচনের চেয়ে বেশি আমেরিকান কেন্দ্রে গিয়ে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হয় বলেও সেনসাস ব্যুরো উল্লেখ করেছে। প্রায় ৬৭% আমেরিকান অংশ নেয় জো বাইডেন আর ডোনাল্ড ট্রাম্পের ভোটযুদ্ধে। সর্বাধিকসংখ্যক ভোটারের এ নির্বাচনে এশিয়ান-আমেরিকানরাও রেকর্ড সৃষ্টি করেছে। ৫৯.৭% এশিয়ান ভোট প্রদান করেছেন।  উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে দ্রুত বর্ধনশীল কমিউনিটি হচ্ছে এশিয়ান-আমেরিকানরা। ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এশিয়ান-আমেরিকানের সংখ্যা বেড়েছে ৮১%। ভোট পর্যালোচনায় আরও উদ্ঘাটিত হয়েছে যে, বাইডেনের বিজয়ে এশিয়ান-আমেরিকানরা বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। এশিয়ান-আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের জরিপে আরও প্রকাশ পায় যে, জো বাইডেনের প্রতি এশিয়ানদের সমর্থনের ব্যাপারটি ছিল প্রকাশ্যে এবং সংঘবদ্ধভাবে। নির্বাচনী ময়দানেও তারা সরব ছিলেন।  জরিপে আরও জানা গেছে, এশিয়ান-আমেরিকান ভোটারের ৬৮% ছিলেন বাইডেনের পক্ষে। অপরদিকে ট্রাম্পের পক্ষে ছিলেন ২৯%। জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান এবং নেভাদার মতো দোদুল্যমান স্টেটগুলোতেও বাইডেনের পক্ষে প্রায় সব এশিয়ানই কাজ করেছেন। আর এভাবেই বাইডেনের বিজয়ে এশিয়ান-আমেরিকানরা মূলধারার রাজনীতিতেও বিশেষ এক আসনে অধিষ্ঠিত হয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। নতুন ভোটারের মধ্যেই ট্রাম্প-বিরোধী মনোভাব প্রবল ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর