সোমবার, ৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

আকাশে চার চাকার গাড়ি

আকাশে চার চাকার গাড়ি

এটি একটি উড়ন্ত গাড়ির নমুনা। গাড়িটি ৩৫ মিনিট ধরে উড়েছে আকাশে। গেছে স্লোভাকিয়ার নিত্রা বিমান বন্দর থেকে ব্রাতিস্তাভা আন্তর্জাতিক বিমান বন্দরে। এই উড়ান ছিল পরীক্ষামূলক। এর নাম এয়ারকার। এর সঙ্গে লাগানো আছে বিএমডব্লিউ ইঞ্জিন। এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছেন স্টেফান ক্লাইন। তিনি বলছেন, এটি ২,৫০০ মিটার উচ্চতায় ৬০০ মাইল উড়তে পারবে। এর গাড়ি থেকে বিমানে রূপান্তরিত হতে সময় লাগে দুই মিনিট ১৫ সেকেন্ড-বিবিসি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর