শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

যোগী সরকারকে গুডবাই আরও মন্ত্রী-বিধায়কের

যোগী সরকারকে গুডবাই আরও মন্ত্রী-বিধায়কের

উত্তরপ্রদেশে আরও অনগ্রসর শ্রেণির বিধায়ক বিজেপি ছাড়লেন। তিন দিনে সবমিলিয়ে আটজন বিধায়ক দল ছেড়েছেন। শুরু করেছিলেন স্বামীপ্রসাদ মৌর্য। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তিনি ঘোষণা করেছিলেন, বিজেপিতে এর জেরে ভূমিকম্প হবে। তার কথা বেশ কিছুটা মিলে গেছে। অনগ্রসর শ্রেণির (আদার ব্যাকওয়ার্ড ক্লাস) মন্ত্রী, বিধায়করা একের পর এক বিজেপি ছাড়ছেন। গতকালও যোগী মন্ত্রিসভার সদস্য ও অনগ্রসর শ্রেণির নেতা ধরম সিং সাইনি ইস্তফা দিয়েছেন। তিনি সাহারানপুর থেকে চারবারের বিধায়ক। স্বামীপ্রসাদের সঙ্গে তিনিও বিএসপি থেকে বিজেপিতে এসেছিলেন। এরপরই অখিলেশ যাদব টুইট করে ধরম সিংকে সমাজবাদী পার্টিতে স্বাগত জানিয়েছেন। এ ছাড়া ফিরোজাবাদের বিধায়ক মুকেশ বর্মাও দল ছেড়েছেন। ফলে বিজেপিতে রীতিমতো আলোড়ন দেখা দিয়েছে। যে রাজ্যে দল ক্ষমতায় আছে, সেখান থেকে পরপর আটজন অনগ্রসর শ্রেণির বিধায়ক ইস্তফা দিলেন, এমন কান্ড মোদি-শাহের জমানায় আগে হয়নি। তাই যোগী আদিত্যনাথ তো বটেই, পুরো দলকেই নাড়িয়ে দিতে পেরেছেন মৌর্য। আজ স্বামীপ্রসাদ আবার বোমা ফাটাবেন বলে জানিয়েছেন। তার এই কথার পরই আলোচনা শুরু হয়েছে, তাহলে কি আরও বিধায়ক বিজেপি থেকে ইস্তফা দেবেন এবং তাদের সবাইকে নিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করবেন স্বামীপ্রসাদ?

 

সর্বশেষ খবর