শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র রাশিয়ার দখলে

দক্ষিণ ইউক্রেনের যে অংশকে রাশিয়া অধিগ্রহণ করেছে সেই অঞ্চলের জাপোরিঝঝিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যভার গ্রহণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ফ্রন্ট লাইনের কাছাকাছি থাকা পাওয়ার স্টেশনটি মার্চ মাস থেকে রুশ বাহিনীর দখলে রয়েছে। রাশিয়ার আদেশে বলা হয়েছে, ‘সরকার নিশ্চিত করবে যে প্ল্যান্টের পারমাণবিক ব্যবস্থাগুলো... ফেডারেল সম্পত্তি হিসেবে একীভূত করা হয়েছে’। রুশ প্রেসিডেন্ট পুতিন বুধবার ইউক্রেনের ওই অঞ্চলগুলোকে নিজের অংশ বলে স্বাক্ষর করেছেন। জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিপার নদীর তীরে অবস্থিত, দনবাস অঞ্চল থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের একটি অঞ্চল এটি। এই অঞ্চলটি দেশের চারটি কর্মক্ষম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি, যা ১৯৮৪ সাল থেকে চালু রয়েছে। এখান থেকে ইউরোপের মোট বিদ্যুতের ৪০ শতাংশই উৎপাদিত হয়। এদিকে বুধবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা লন্ডনের শক্তি গোয়েন্দা ফোরামকে সতর্ক করেছে যে রাশিয়ান-অধিকৃত জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্রে বিদু্যুৎ সরবরাহ ঝুঁকিপূর্ণ।

সর্বশেষ খবর