মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভারতে নতুন বিমানবন্দর নিয়ে সংঘর্ষ

দক্ষিণ ভারতের কোচিতে আদানি গ্রুপের বন্দর নির্মাণকে ঘিরে গতকাল পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৮০ জন আহত হন। নিজেদের বসত ও জমি হারানোর অভিযোগ তুলে গ্রামবাসী কয়েক মাস ধরে এই বন্দর নির্মাণের বিরোধিতা করে আসছিলেন। নির্মাণ কাজে বাধা প্রদান করলে এই সংঘর্ষ হয়। গ্রামবাসীর আরও অভিযোগ, গ্রামটির অধিকাংশই খ্রিস্টান জেলে। তারা অভিযোগ করে আসছেন, এই বন্দর নির্মাণের ফলে উপকূলে ভাঙন শুরু হয়েছে। ফলে তাদের জীবন-জীবিকা ব্যাহত হচ্ছে। এই অবকাঠামোর জন্য আদানি গ্রুপ ২৩ বিলিয়ন ডলার খরচ করছে। পুলিশ অভিযোগ করেছে, গ্রামবাসী থানায় ঢুকে হামলা চালিয়েছে।

 

সর্বশেষ খবর