শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এশিয়ার সেরা অর্থনৈতিক প্রবৃদ্ধি ভিয়েতনামের

দুই বছরের কভিড-১৯ মহামারির পর বিদায় নিতে যাওয়া বছর ২০২২ সালে পৃথিবীর বিভিন্ন দেশে অর্থনৈতিক নানা উত্থান-পতন লক্ষ্য করা গেছে। তবে এর মধ্যে ভিয়েতনাম কোনো সমস্যাকে ধর্তব্যের মধ্যে নেয়নি। ফলে ২০২২ সালে এশিয়ায় সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধির দেশের মর্যাদা পেয়েছে দেশটি। চলতি বছর ভিয়েতনামের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮.০২ শতাংশে পৌঁছে। প্রথমে ভিয়েতনাম সরকারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৬-৬.৫ শতাংশ। সেই লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেল দেশটির জিডিপি প্রবৃদ্ধি। ভিয়েতনামের সাধারণ পরিসংখ্যান দফতরের প্রধান এনগুয়েন থি হুয়ং-এর তথ্যমতে, চলতি বছর ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল উৎপাদন খাত। এ বছর দেশটির এ খাতের প্রবৃদ্ধি ছিল ৮.২ শতাংশ। পাশাপাশি সেবা খাতের শক্তিশালী উন্নতিও প্রবৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।

তবে ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বুই থুই হাংয়ের মতে, আগামী বছর মূল্যস্ফীতি বাগে রাখতে দেশটিকে বেগ পেতে হবে।

সর্বশেষ খবর