বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাংহাইয়ে আড়াই কোটি মানুষ করোনায় আক্রান্ত!

চীনের অর্থনৈতিক কেন্দ্র ও বৃহত্তম বন্দর শহর সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। শহরটির সবচেয়ে বড় হাসপাতাল রুইজিনের ভাইস প্রেসিডেন্ট এবং সাংহাই কভিড এক্সপার্ট অ্যাডভাইসরি প্যানেলের সদস্য ডা. শেন এরঝেনের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ দাবি করা হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত পিপলস ডেইলিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেন এরঝেন বলেন, ‘সাংহাইয়ে বন্যার মতো করোনা ছড়িয়ে পড়ছে। আমাদের ধারণা, শহরের অন্তত ৭০ শতাংশ মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত। গত বছরের মার্চ-এপ্রিলের তুলনায় এ হার ২০-৩০ গুণ বেশি।’

সাংহাইয়ে গত বছর মার্চের দিকে একবার করোনার ঢেউ শুরু হয়েছিল। ওই সময় ৬ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। সংক্রমণের বিস্তার রোধে ২০২২ সালের এপ্রিলের দিকে ২ মাসের কঠোর লকডাউন জারি করেছিল চীন সরকার।

আন্তরাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর, হাসপাতালের ভিতরে আর জায়গা না থাকায় সাংহাইয়ের বিভিন্ন হাসপাতালের গেটের কাছে এবং গ্যারেজেও আশ্রয় নিচ্ছেন গুরুতর অসুস্থ করোনা রোগীরা। সেখানেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে তাদের।

সর্বশেষ খবর