তীব্র অর্থনৈতিক সংকটের মুখে থাকা পাকিস্তানের সরকার প্রতিদিন রাত সাড়ে ৮টার মধ্যে শপিং সেন্টার ও মার্কেট বন্ধ করে দেওয়ার নির্দেশনা জারি করেছে। এ পদক্ষেপের মাধ্যমে দেশটি ৬ হাজার ২০০ কোটি পাকিস্তানি রুপি সাশ্রয় করতে পারবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের বেশির ভাগ বিদ্যুৎই উৎপাদিত হয় আমদানি করা জীবাশ্ম জ্বালানি থেকে। গত বছর বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর দেশটির এমনিতেই বিপর্যস্ত অর্থনীতির ওপর চাপ আরও বেড়েছে বলেও জানিয়েছে বিবিসি। পর্যাপ্ত জ্বালানি আমদানিতে দেশটির দরকার বিদেশি মুদ্রা, বিশেষত মার্কিন ডলার।
গত বছর প্রায় ৫০ শতাংশ রিজার্ভ হারানো দেশটির কাছে ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১৭০ কোটি ডলার ছিল; এ অর্থ দেশটি তারা বড়জোর এক মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে। তাদের আমদানি ব্যয়ের সিংহভাগই যায় জ্বালানি কিনতে।