বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্রিটেনে ১৮ বছর পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক

১৮ বছর বয়স পর্যন্ত অঙ্ক নিয়ে পড়তেই হবে- দেশের শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশিকা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। অঙ্ক নিয়ে পড়াশোনা করতে অনীহা তৈরি হচ্ছে ব্রিটেনের পড়ুয়াদের মধ্যে। তার জেরে সামগ্রিকভাবে ব্রিটিশ শিক্ষার মান কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের এই মতামতের পরই নির্দিষ্ট বয়স পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে এই ঘোষণা হবে বলে জানা গিয়েছে। ব্রিটেনের পরিসংখ্যান অনুযায়ী, ১৬ থেকে ১৯ বছর বয়সী পড়ুয়াদের মধ্যে অর্ধেকই অঙ্ক নিয়ে পড়াশোনা করেন না। সুনাকের মতে, বর্তমান পৃথিবী দাঁড়িয়ে রয়েছে সংখ্যাতত্ত্বের ওপরে। আগামী দিনেও অঙ্ক ও সংখ্যাভিত্তিক পরিসংখ্যানের ভিত্তিতেই বিশ্বের যাবতীয় কাজ সম্পন্ন হবে। সেই জন্যই ভবিষ্যৎ প্রজন্মের অঙ্কে বেশি দক্ষতা থাকা প্রয়োজন। তাদের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তোলাটাই দেশের প্রশাসনের অন্যতম প্রধান কর্তব্য। সেই কারণেই ১৮ বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলকভাবে অঙ্ক নিয়ে পড়াশোনার নির্দেশ দেওয়া হবে।

সর্বশেষ খবর