শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

খেরসনে রাশিয়ার হামলায় নিহত ২১

ইউক্রেনের দক্ষিণের অঞ্চল খেরসনে রাশিয়ার বিমান হামলায় ২১ জন নিহত হয়েছেন। বুধবারে এই হামলায় আহত হয়েছেন আরও ৪৮ জন। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বসন্তকালীন হামলা শুরুর প্রস্তুতি চলার মধ্যে খেরসন শহর এবং আশপাশের গ্রামগুলোতে এ হামলা হলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, একটি রেল স্টেশন, একটি সীমান্ত, একটি বাড়ি, একটি হার্ডওয়্যারের দোকান, একটি মুদি দোকান এবং গ্যাস স্টেশনে বিমান হামলা হয়েছে। এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘এখন পর্যন্ত ২১ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।’ খেরসনের কৌঁসুলিরা একে বড় ধরনের হামলা হিসেবে উল্লেখ করেছেন।

তারা বলছেন, এ হামলায় ওই শহর এবং আশপাশের গ্রামগুলোর ১২ জন বাসিন্দা নিহত হয়েছেন। এর আগে কর্মকর্তারা বলেন, খেরসনে সচল থাকা একমাত্র সুপার মার্কেটটিতে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর খেরসনের তিনদিনের কারফিউ জারি করা হয়েছে।

সর্বশেষ খবর