পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের সন্ধান আছে কি না, বিজ্ঞানীরা তা নিয়ে বহুদিন ধরেই খোঁজখবর করছেন। কিন্তু এখনো মানুষ তার কোনো খোঁজ পায়নি। এবার সেই লক্ষ্যে মহাকাশে সাপ পাঠাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এটা জ্যান্ত সাপ নয়। রোবট সাপ। নাসার এই রোবো সাপ শনির চাঁদ এনসেলাডাসে প্রাণের সন্ধান করবে। নাসা নিজেই এ রোবটিক সাপ তৈরি করছে। বৈজ্ঞানিক স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, কৃষি ও গবেষণার পাশাপাশি মহাকাশ অভিযানে ব্যবহৃত এ ধরনের রোবট ইতোমধ্যে তৈরি করা হয়েছে। একই সঙ্গে রোবো কেঁচো তৈরি করেছেন ইতালিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের মতে, বড় রোবটের তুলনায় এ রোবট স্নেক অনেক সহজে যে কোনো কাজ করতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ রোবটগুলো খুবই নমনীয়। এ রোবটগুলো সাপের মতো মাটিতে চলতে পারে। গর্ত খননের পাশাপাশি মাটির ভিতরেও চলে যায় এগুলো। এ রোবট যে কোনো জায়গায় গবেষণায় বিজ্ঞানীদের দারুণ সাহায্য করতে পারে। এনসেলাডাস শনির ৮৩টি চাঁদের মধ্যে একটি। ১৭৮৯ সালে আবিষ্কৃত হয়েছিল এটি। সেখানে প্রাণের খোঁজ করতে নাসার জেট প্রপালশন ল্যাবে তৈরি হচ্ছে রোবো সাপ। এ রোবট এনসেলাডাসে জীবনের বিকাশের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো অনুসন্ধান করবে। এ রোবো সাপ যে কোনো দুর্গম জায়গায় সহজেই পৌঁছতে পারে। এগুলোর গায়ে জেলের মতো উপাদান থাকবে। রোবো কেঁচো দৈর্ঘ্যে প্রায় ১০ সেমি। এ কেঁচো সেন্সর দিয়ে চালানো যায়। আমেরিকার নটর ইউনিভার্সিটির মতে, এ রোবো কেঁচো সুড়ঙ্গ খননের কাজও করতে পারে। রোবো কেঁচো ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ধ্বংসাবশেষের স্তূপে চাপা পড়া মানুষকে খুঁজে বের করতে অনেক সাহায্য করতে পারে।