শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

জাতিসংঘের সংস্কার চাইল জার্মানি

জাতিসংঘের সংস্কার চাইল জার্মানি

জাতিসংঘের আমূল পরিবর্তনের দাবি জানালেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সংস্থাটির অধিবেশনের সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের ভবিষ্যৎ সংস্কার নিয়ে একটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। খবর ডয়েচে ভেলের। বেয়ারবক বলেছেন, ‘এ বিষয়ে জাতিসংঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে কথা হয়েছে। আগামী বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনায় তিনি সম্মত হয়েছেন।’ জি৪-এর দেশগুলোর সঙ্গে একটি বৈঠকেও যোগ দিয়েছিলেন বেয়ারবক। ভারত, ব্রাজিল, জার্মানি এবং জাপানকে জি৪ দেশ বলা হয়। এরা সবাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে চায়।

সর্বশেষ খবর