পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন দ্বিচারিতা করছেন? একদিকে ন্যায়বিচার চেয়ে তিনি রাস্তায় নামছেন আবার অন্যদিকে আন্দোলন যাতে না হয় তার চেষ্টা করছেন। এ মন্তব্য করেছেন আরজি কর মেডিকেলে ধর্ষণ ও হত্যার শিকার চিকিৎসকের বাবা-মা। ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে এক ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে। এরপর থেকেই ন্যায়বিচারের দাবি জানিয়ে কয়েক দিন ধরে টানা আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থী ও চিকিৎসকরা। দোষীদের ফাঁসি চেয়ে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। গত বুধবার ‘রাত দখল’ নামে কর্মসূচি পালন করে রাজ্যের নারীরাও। আর সেদিন হাসপাতালে তাণ্ডব ও ভাঙচুর চালায় একদল মানুষ। তারপর থেকে নিরাপত্তা বাড়ানো হয় আরজিকর হাসপাতাল। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় গতকাল থেকে আরজি কর হাসপাতাল চত্বরে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে কলকাতা পুলিশ। এক সপ্তাহ এটা জারি থাকবে। এদিকে ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হচ্ছেন বিরোধীরা। চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
এর মধ্যে আরজি কর হাসপাতালের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা হাতে নিয়েছেন দেশটির শীর্ষ আদালত। মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের তিন বিচারপতির বেঞ্চ। আগামীকাল কোর্ট খুললে প্রথমেই এ মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।