২২ মার্চ, ২০২৩ ১৯:৫১

যেখানে সবচেয়ে বেশি এবং কম সময় রোজা রাখতে হবে

অনলাইন ডেস্ক

যেখানে সবচেয়ে বেশি এবং কম সময় রোজা রাখতে হবে

লন্ডনের ব্রাইটনের আলবার্ট হলের সামনে ইফতারের পূর্ব মুহূর্তের একটি দৃশ্য

মুসলিমরা পবিত্র রমজান মাসে ফজর থেকে মাগরিব পর্যন্ত উপবাস থাকে। কিন্তু এই উপবাসের সময় পৃথিবীর সব জায়গায় সমান নয়। মূলত সূর্য উদয় ও অস্ত যাওয়ার ওপর উপবাসের সময় নির্ভর করে।

অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে বেশি বা কম সময় সিয়াম পালন করতে হবে।

গাল্ফ নিউজের প্রতিবেদন অনুসারে, এ বছর সবচেয়ে বেশি সময় উপবাস থাকতে হবে আইসল্যান্ডের বাসিন্দাদের। রমজানের প্রথম দিন অর্থাৎ ২৩ মার্চ সেখানে ১৫ ঘণ্টা ৩৩ মিনিট উপবাস থাকতে হবে। তাছাড়া শেষ রমজানের দিন সেখানে ফজর ও মাগরিবের মধ্যে ব্যবধান হবে ১৬ ঘণ্টা ২০ মিনিট।

অন্যদিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে উপবাসের সময় কম হবে। এ সব এলকায় সূর্য উদয় ও অস্তের মধ্যে ব্যবধান হবে ১১ থেকে ১২ ঘণ্টা। যেমন চিলির কিং স্কটে উপবাস থাকতে হবে ১২ ঘণ্টারও কম সময়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর