জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে ঝাড়গ্রামে জনসভায় একসঙ্গে ১২ টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম গিয়ে ১৬০০ ফুটবলারকে উৎসাহস্বরূপ ট্রফিও প্রদান করেন তিনি। এছাড়া এলাকার ফুটবল ক্লাবগুলিকে ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী গীতাঞ্জলী প্রকল্পে বাড়ি প্রদান করেন ও এলাকার লোকশিল্পীদের সচিত্র পরিচয়পত্র প্রদান করেন। ঝাড়গ্রামের পাঁচটি বনসুরক্ষা কমিটিকে লভ্যাংশ প্রদান করা হয় এদিন। জনসভার মঞ্চ থেকে পাঁচজনকে বনাধিকার পাট্টা দেওয়া হয়। গ্রামবাসীদের উচ্চশিক্ষায় উৎসাহ দেন তিনি। এদিন তিনি বিবেক উৎসবের সূচনা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, উচ্চশিক্ষার ব্যবস্থা করবে রাজ্য সরকার।
সবশেষে জঙ্গলমহলকে শান্তির মহল হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এদিন স্টেডিয়াম ঘিরে ভিড় উপচে পড়ে।