পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসকে সমাজবিরোধীদের দল বলে অভিযোগ করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতার ধর্মতলার রানী রাসমনি মোড়ের এক জনসভায় তিনি এ অভিযোগ করেন।
বুদ্ধদেব বলেন, সমাজবিরোধীরা শাসক দলের পতাকা হাতে নিয়ে পাড়ায় পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। চাঁদা আদায়ের নামে তৃণমূল তোলাবাজ করছে। এর যাঁতাকলে পড়ে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, এই সরকারের সময় রাজ্যে নারীদের ওপর অত্যাচার বেড়েছে। নারীদের কোনও নিরাপত্তা নেই। রাজ্য সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না, উল্টো রুপি দিয়ে মুখ বন্ধ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মসূচির দাবিকেও এদিন কটাক্ষ করেন সাবেক এই মুখ্যমন্ত্রী৷ তার দাবি, কাজের কাজ কিছুই হচ্ছে না৷ শিল্প হচ্ছে না৷ স্কুল কলেজের অবস্থাও খারাপ। শুধুই প্রতিশ্রুতির পালা চলছে।