দাবি মতো টাকা না পেয়ে একটি ফ্ল্যাট থেকে কয়েক হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এক দল হিজড়ার বিরুদ্ধে।
গত বুধবার দুপুরে পাটুলি থানা এলাকার জোড়াবাগান রোডের একটি বহুতল ভবনে ঘটনাটি ঘটে।
ওই ফ্ল্যাটের বাসিন্দা, গৃহবধূ মিথিলা কর্মকার গতকাল বৃহস্পতিবার জানান, তার সদ্যোজাত পুত্রের মুখ দেখতে চেয়ে বুধবার দুপুরে একদল হিজড়ে তাঁদের বহুতলের মেন গেটে হাজির হয়। তখন বহুতলের একাংশে মিস্ত্রিরা কাজ করছিলেন। গেট খোলা পেয়ে হিজড়েরা মিথিলাদেবীদের ফ্ল্যাটের বেল বাজায়। মিস্ত্রিরা কাজ করতে এসেছে ভেবে দরজা খোলেন তিনি।
মিথিলাদেবী আরও জানান, দরজা খুলতেই পাঁচ জন হিজড়ের একটি দল ঘরের ভিতরে ঢুকে পড়ে। ছেলে হয়েছে বলে তার থেকে ৩০ হাজার টাকা দাবি করে ওই দলটি। সেই সময়ে তিনি, তার শাশুড়ি শিপ্রাদেবী এবং সদ্যোজাত ছেলে ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না। ওই বধূ টাকা দিতে রাজি না হওয়ায় হিজড়ার দলটি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।
পরে টাকা না দিলে ওরা মিথিলা আর মায়ের গলার হার খুলে নেওয়ার হুমকি দেয়। ছেলেকে তুলে নিয়ে চলে যাবে বলেও ভয় দেখায়। তাতেও কাজ না হওয়ায় জোর করে মিথিলার শাশুড়িকে দিয়ে আলমারি খোলায়। সেখান থেকে পাঁচ হাজার টাকা বার করে চম্পট দেয় হিজড়ারা।