অতিরিক্ত ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এক নারী যাত্রীর মাথা ফাটিয়ে দিলেন মহম্মদ আমিন নামে এক অটোচালক। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার কলকাতার বেকবাগান মোড়ে।
জানা গেছে, অতিরিক্ত ভাড়া না দেওয়ায় নারী যাত্রীর মাথায় রড দিয়ে আঘাত করে অটোচালক। এতে গুরুতর জখম হন ওই নারী। গুরুতর আহতাবস্থায় তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
এ ঘটনার পর অভিযুক্ত চালক মহম্মদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার অটোচালক ওই নারী যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া দাবি করেন। কিন্তু তিনি এই অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় চালক তার মাথায় রড দিয়ে আঘাত করেন। এরপর ওই নারী কড়েয়া থানায় চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
বেকবাগানের এই ঘটনার জেরে ফের একবার প্রশ্ন উঠেছে শহরে অটোচালকদের ভূমিকা নিয়ে। কারণ এর আগে গত ১৫ জানুয়ারি খুচরো পয়সা নিয়ে কথা কাটাকাটির জেরে ঘুষি মেরে এক নারী যাত্রীর নাক ফাটিয়ে দিয়েছিলেন আরেক অটোচালক।