মাত্র দুই শব্দে গোটা মিরিকের মন জয় করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তরিক কণ্ঠে মুখ্যমন্ত্রী বললেন, 'আমি আপনাদের', এক মুহূর্তে শীতল পাহাড়ের আপামর সাধারণ যেন উষ্ণ ছোঁয়া পেলেন। আজ মঙ্গলবার উত্তরের দ্বিতীয় দিনের সফরে মিরিকে উন্নয়নের কল্পতরু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে লোকনৃত্য ও লোকসঙ্গীতের সুরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানায় মিরিকবাসী।
ক্ষমতায় আসার পর ২৭ বার পাহাড় সফরে এসেছেন মমতা। প্রতিবারই পাহাড় যে তার অতি প্রিয় এটা তিনি আন্তরিকভাবে মানুষকে বুঝিয়েছেন। আজও তাই করলেন। সম্প্রতি পাহাড় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর ধমক-ধমকি সবাই দেখেছিল। তার ফলস্বরূপ পৃথক রাজ্য থেকে সরে এসে উন্নয়নে নিজেদের অবস্থান বদল করে মোর্চা।