রাস্তা এতটাই সঙ্কীর্ণ যে দমকলের গাড়িই ঢুকতে পারল না। আগুন নেভাতে হল স্থানীয় বাসিন্দাদের। দমকলকে দাঁড়িয়ে থাকতে হল ঘটনাস্থল থেকে অনেক দূরে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার তপসিয়া থানার ধোবিয়া মাঠে একটি বস্তিতে আগুন ধরে যায়। ভস্মীভূত হয়ে যায় এই বস্তির প্রায় ১৫টি ঝুপড়ি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তারা সকলেই ঘর ছেড়ে বেরিয়ে যান।
তবে আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে দমকল জানিয়েছে, খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এবং তপসিয়া থানার পুলিশকর্মীরা যান। তবে রাস্তা খুব সঙ্কীর্ণ হওয়ার ফলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। দমকলকে দাঁড়িয়ে থাকতে হয় ঘটনাস্থল থেকে অনেক দূরে। বস্তিবাসীরাই পাশের একটি পাতকুয়ো এবং আশেপাশের বাড়ি থেকে পানি এনে আগুন নেভান।