সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন রাজ্যসভা তৃণমূলের চার প্রার্থী। তার মধ্যে অভিনেতা মিঠুন চক্রবর্তীও রয়েছেন। মুকুল রায় সহ তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেবেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।
রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত চারপ্রার্থীর জয়ের ব্যাপারে একেবারে নিশ্চিত সরকারি দল। দলের ১৮৭ বিধায়কের কাছে ভোটের জন্য হুইপ জারি করতে চলেছে তৃণমূল। এই মুহূর্তে বিধানসভায় বিধায়ক সংখ্যা ২৯৩। তার মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ১৮৭। ফলে, মনোনীত তিন প্রার্থীর জেতার ব্যপারের কার্যত নিশ্চিত সরকারি দল। চতুর্থ ব্যাক্তির জেতার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী তৃণমূল কংগ্রেস।