মনোনয়ন পত্র জমা দিলেন মিঠুন চক্রবর্তী। তার সঙ্গে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত আরও তিন প্রার্থী। আজ সোমবার বিধানসভার সচিবের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা।
তৃণমূলের অপর প্রার্থীরা হলেন: কে ডি সিং, যোগেন চৌধুরি এবং আহমেদ হাসান (ইমরান)। বিধানসভায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ডেপুটি স্পিকার সোনালি গুহ এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য বিধায়করা।