জুলাই কমিশনে ডাকা হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সাক্ষ্যগ্রহণের জন্যই তাকে ডাকা হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে বলেও জানা গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে বুদ্ধদেবকে ডাকা হতে পারে।
২১ জুলাইয়ের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে গঠিত হয়েছে কমিশন। ঘটনার তদন্তের জন্য আগে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ডাকা হয়েছিল কমিশনে। সাবেক মুখ্যমন্ত্রীকে ডাকা হলে তিনি যাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।