একজন মহিলার পোশাক-আশাক, আচার ব্যবহার এবং তিনি কোন সময়ে কোন জায়গায় আছেন, এর উপরেই নির্ভর করেই সেই মহিলা ধর্ষিতা হবেন কি না- এমন মন্তব্য করেছেন ভারতের ন্যাশনালস্টি কংগ্রেস পার্টি (এনসিপি) একজন সক্রিয় সদস্যা তথা মহারাষ্ট্রের মহিলা কমিশনের সদস্য আশা মিরগে।
তার এমন বক্তব্যের পর এখন ভারতের রাজ্যরাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। বির্তক সৃষ্টি হয়েছে নতুন করে।
গতকাল বুধবার নাগপুরে মহিলা সংগঠনের একটি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। উচ্চশিক্ষিত আশা মিরগে ধর্ষণ সস্পর্কিত এই মন্তব্য করার পরই নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ সময় তার পাশেই ছিলেন এনসিপি'র সংসদ সদস্য তথা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে।
সুপ্রিয়া নিজের বক্তব্যে এর বিরোধিতা করে বলেন, এটা আশার ব্যক্তিগত মত। যদিও নিজের ভুল বুঝতে পেরে পরে ক্ষমা চেয়ে নিয়েছেন আশা মিরগে।
এর আগে ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির চলন্ত বাসে এক প্যারামেডিক্যাল ছাত্রীর গণধর্ষণের ঘটনা প্রসঙ্গে মিরগে বলেন, নির্ভয়ার কী দরকার ছিল বন্ধুর সঙ্গে সিনেমা দেখে রাত ১১টার সময় বাড়ি ফেরার?
পরবর্তীতে মুম্বইয়ের এক ইংরেজি দৈনিকের চিত্র সাংবাদিককে গণধর্ষণের প্রসঙ্গে তিনি বলেছিলেন, সন্ধেবেলা শক্তি মিলস-এর মতো একটা নির্জন পরিত্যক্ত জায়গায় গিয়ে সংবাদ সংগ্রহে ওই তরুণীর আদৌ দরকার ছিল কি না?