চলতি মাসেই ত্রিপুরা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি তৃণমূলের দলীয় জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। এর আগে ব্রিগেড থেকেই রাজ্যের বাইরে প্রচারে যাওয়ার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। আর তাই লোকসভা ভোটের আগে রাজ্যের বাইরে প্রচারের লক্ষ্যে প্রথম ত্রিপুরাকে বেছে নিয়েছেন মমতা।
পশ্চিমবাংলার পর বামদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ত্রিপুরা। ইতোমধ্যে ত্রিপুরায় তৃণমূলের জনসভাকে কেন্দ্র করে তোড়জোড় শুরু হয়েছে। জনসভা প্রস্তুতির প্রাথমিক স্তর হিসাবে সেখানে তৃণমূলের দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কথাবার্তা চলছে।