কলকাতার অদূরে সুন্দরবন এলাকায় এমভি হাজি সাহেব নামের বাংলাদেশের পণ্যবাহী একটি জাহাজ ডুবে গেছে। জাহাজটি গত রবিবার সকালে ডুবে যায় বলে জানা গেছে।
গত শনিবার কলকাতা বন্দর থেকে এমভি হাজি সাহেব ফ্লাইঅ্যাশ নিয়ে খুলনার মংলা বন্দরের দিকে যাচ্ছিল। মাঝরাতে সুন্দরবনের কোরানখালি নদীর মুখে আসার পর কুয়াশার কারণে ক্যাপ্টেন দিক ভুল করায় জাহাজটি ডুবোচরে আটকে পড়ে। এরপর তলদেশ ফেটে যাওয়ায় পরদিন সকালে জাহাজটি ডুবে যায়। জাহাজে ১০ জন নাবিক ও অন্যান্য কর্মী ছিলেন। তারা এখন স্থানীয় মরিচঝাপি দ্বীপে আছেন।
খবর পেয়ে শনিবার সকালেই স্থানীয় মরিচঝাপি দ্বীপের লোকজন জাহাজের নাবিকদের উদ্ধারকাজ শুরু করেন। আর জাহাজটিকে উদ্ধার করতে কলকাতা থেকে দুটি উদ্ধারকারী জাহাজ সেখানে গেছে।