লোকসভা নির্বাচনের জন্য বাইরের রাজ্যে নির্বাচনী প্রচারে তৎপর তৃণমূল কংগ্রেস। আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আন্না হাজারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এরপর ২৫ ফেব্রুয়ারি ত্রিপুরায় ও ২৬ ফেব্রুয়ারি গুয়াহাটি যাবেন মমতা। ত্রিপুরা ও গুয়াহাটিতে সভায় নিজে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ইতোমধ্যেই দিল্লিতে গিয়ে আন্না হাজারের সঙ্গে কথা বলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।