বৃষ্টির হাত ধরেই ফের ঢুকে পড়ল শীত কলকাতায়। গতকাল শনিবার সকাল থেকেই ঠাণ্ডা হাওয়া বইছিল। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। রাত বাড়ার সঙ্গেই ভেঙে পড়ে মেঘ। গভীররাতে শুরু হয় বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী বৃষ্টিস্নাত তিলোত্তমা। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।