'ভারতের ধর্মনিরপেক্ষতাবাদীরা আদতে ভেক। তারা হিন্দু চরমপন্থীদের সমালোচনা করলেও মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে একটি শব্দও খরচ করে না' এমন অভিযোগ করলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
আমেরিকার বিশিষ্ট লেখিকা ওয়েন্ডি ডনিগারের বিতর্কিত বই ‘দ্য হিন্দু: এন অলটারনেটিভ হিস্ট্রি’ নিষিদ্ধ করা এবং বাজার থেকে তুলে নেওয়ার প্রতিবাদে একটি সর্বভারতীয় বৈদ্যুতিক মাধ্যমকে (সিএনএন-আইবিএন) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, আমি একইভাবে হিন্দু ও মুসলিম মৌলবাদীদের সমালোচনা করেছি। আশ্চর্যজনক দেখা গেছে, ভারতের ধর্মনিরপেক্ষবাদীরা সেই সব মানুষকে রক্ষা করে যারা হিন্দু মৌলবাদীদের দ্বারা আক্রান্ত। অথচ তারা মুসলিম মৌলবাদীদের দ্বারা আক্রান্ত লেখক, চলচ্চিত্র পরিচালক, শিল্পীদের পাশে দাঁড়ায় না। যা খুবই হাতাশাজনক।
'দ্য হিন্দু' বইটি বাজার থেকে তুলে নেওয়াটা স্বাধীনতায় হস্তক্ষেপ এবং এই ধরনের ঘটনা খুবই উদ্বেজনক বলে মনে করেন তসলিমা। অথচ ওয়েন্ডি ডনিগারের ‘দা হিন্দু’ বইটি বাজার থেকে তুলে নেওয়া ও তা নষ্ট করে দেওয়ার প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভের আগুন জ্বললেও ভারতে সেই আঁচ পড়েনি। সে কারণেই এমন মন্তব্য তার।
উল্লেখ্য, তসলিমা এর আগেও ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কথা বলে সমালোচিত হয়েছেন। ১৯৯৪ সালে দেশত্যাগে বাধ্য হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।