কলকাতায় যারা ফুটপাথ লাগোয়া পিচের রাস্তা দিয়ে হেঁটে চলতে অভ্যস্ত কিংবা যাদেরকে অফিস টাইমে ছুটতে হয় সিগনালে দাঁড়িয়ে থাকা বাসের বা ট্যাক্সির পাশ কাটিয়ে তাদের জন্য জলজ্যান্ত ত্রাস উড়ে আসা থুতু।
হয়তো সপরিবারে বড় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোনও অনুষ্ঠানে যোগ দিতে, আশপাশে দাঁড়িয়ে থাকা বাস-ট্রামের জানলা থেকে থুতু উড়ে এসে পড়লো আয়রন করা ঝকঝকে কাপড়ে। আবার কখনও আপনার প্রিয় সাদা পঞ্জাবিতে আছড়ে পড়তে পারে পানের পিক। যখন তখন যেখানে সেখানে উড়ে আসা থুতু এখন কলকাতার এক বিকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
পার্ক স্ট্রিট থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট থেকে শ্যামবাজার, কলকাতার সর্বত্রই বাস-ট্রাম-ট্যাক্সি থেকে উড়ে আসা থুতু এখন পথচলতি জনতার ত্রাসে পরিণত হয়েছে। বিব্রত বাসিন্দারা বলছেন, রাস্তায় থুতু ফেলা যখন দণ্ডনীয় অপরাধ, তখন কীভাবে অবলীলায় যত্রতত্র থুতু ফেলা হচ্ছে। এমনকি পুলিশের সামনে থুতু উড়ে এলেও তারা কোনও ব্যবস্থাই নিচ্ছেন না।
অতএব সাবধানে না থেকে উপায় কী! থুতু থেকে বাঁচতে বসন্ত দিনেই মাথার ওপর ধরে রাখুন ছাতা কিংবা গায়ে চড়ান রেইনকোট।