মুখে কিছু না বললেও, মেদিনীপুর পৌরসভার তিন কংগ্রেস কাউন্সিলারের নামে ব্যঙ্গচিত্র টানিয়ে দিল কর্মী সমর্থকরা।
পৌরভোটে মনিলাল দাস, হিমাংশু মাইতি এবং রোকাইয়া খাতুন পুরভোটে কংগ্রেস প্রার্থী হিসাবে জয়ী হন।
সম্প্রতি কংগ্রেসের এই তিন নেতা রাতারাতি তৃণমূলে যোগ দেন। এইভাবে কংগ্রেসের তিননেতা দলবদল করায় জেলায় সংগঠন দুর্বল হয়ে পড়ে। ফলে প্রকাশ্যে বিষয়টির বিরোধিতা করতে পারেননি কংগ্রেস নেতারা।
ঘটনার কিছুদিনের মধ্যে গতকাল মেদিনীপুর শহরের বিভিন্ন মোড়ে নাম না করে কংগ্রেসের তিন দলত্যাগী নেতার নামে ব্যঙ্গচিত্রের পোস্টার টাঙিয়ে দেয়া হয়।
এই বিষয়ে কংগ্রেস নেতা শম্ভু চট্টোপাধ্যায় বলেন, ব্যঙ্গচিত্রের বিষয়ে কিছু জানা নেই তাদের। এলাকার মানুষের সঙ্গে বেইমানি করার ফলেই এই ঘটনা বলে মনে করেন তিনি।