ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম জেলা হুগলির আদিসপ্তগ্রামে প্রতি বছর পহেলা মাঘ আয়োজন করা হয় মাছের মেলা। মেলায় রুই, কাতলা, ভেটকি, শোলসহ নানা মাছের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। মেলায় এসে মাছ কিনে রান্না করেও খান অনেকে। মাছের মেলা। না, মেলা না বলে বরং মাছ মেলার পিকনিক বললেও বাড়িয়ে বলা হবে না।
আদিসপ্তগ্রামের কৃষ্ণপুরে মাঘ মাসের প্রথম দিনটিতে তাই সকাল থেকেই হরেক রকম মাছের পসরা নিয়ে হাজির হয়েছিলেন মাছ ব্যবসায়ীরা। সপরিবারে মেলায় এসে পছন্দসই মাছ কিনছেন মানুষ। এরপর মেলা থেকেই সরঞ্জাম কিনে স্থানীয় বাগানে চলে রান্নার প্রস্তুতি।
এই মেলার একটা ইতিহাস রয়েছে। কেউ বলে মেলার বয়স আড়াইশো বছর। কারোর মতে আবার মেলার বয়স চারশো বছর। তবে মেলার ব্যাপ্তি মাত্র একদিন।
সূত্র: ২৪ঘণ্টা
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব