কাজের খোঁজে ভারতে ঢুকে পরে আটক হওয়া ১৫ জন বাংলাদেশি নাবালককে তুলে দেওয়া হল বাংলাদেশ সরকারের হাত। রবিবার হিলি সীমান্ত দিয়ে বালুরঘাটের "শুভায়ন" সরকারি হোমের আবাসিক এই নাবালকদের বাংলাদেশে ফেরত পাঠান হয়। ভারত বাংলাদেশ উভয় দেশের হাই কমিশনের মাধ্যমে প্রত্যার্পণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এদিন হিলি চেকপোস্টে উপস্থিত ছিলেন ভারতীয় হিলি ইমিগ্রেশানের ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলির ওসি রফিকুজ্জামান বিএসএফ-এর ১৯৯ব্যাটেলিয়ানের আধিকারিকরা এবং দুই দেশের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। জাস্টিস এন্ড কেয়ার ও চাইল্ডলাইন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছিল বাংলাদেশী এই নাবালকদের তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া।
এদিকে, দীর্ঘদিন বাদে স্বদেশে পরিবারের কাছে ফিরে যেতে পেরে খুশি এই নাবালকেরা।
সূত্র: কলকাতা২৪x7.কম
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা