ভোট ব্যাংকের স্বার্থে সন্ত্রাসীদের তোষণ করছে পশ্চিমবঙ্গের মমতা বন্দোপাধ্যায়ের সরকার বলে অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় সড়ক, পরিবহন ও জাহাজ মন্ত্রী নীতিন গড়করি।
আজ সোমবার রাজ্যটির দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দলীয় এক অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
গত ৩ জানুয়ারী মালদহের কালিয়াচকে পুলিশ থানা, পুলিশের গাড়ি ও বিএসএফ’এর গাড়িতে অগ্নিসংযোগ করার ঘটনায় মমতা’র সরকারের ব্যর্থতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
মমতার উদ্দেশ্যে গড়করী অভিযোগ করে বলেন ‘মুখ্যমন্ত্রী হিসেবে আপনি রাজ্যের গরিব মানুষদের সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছিলেন। কিন্তু তাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে যারা থানায় অগ্নিসংযোগ ঘটাল, যারা জাল রুপি পাচার ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে যুক্ত তাদেরকে আপনি সুরক্ষা দিচ্ছেন’।
মন্ত্রীর প্রশ্ন ‘যারা সততার সাথে কাজ করেন সেই সব ভাল মানুষরা কেন শাস্তি পাচ্ছেন? অথচ যারা গাড়ি পোড়াচ্ছেন, পাচারের সাথে যুক্ত তাদেরকে কেন রক্ষা করা হচ্ছে?
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন