বই-খাতা-পেন্সিল, সাইকেল, দুপুরের খাবার(মিড-ডে মিল)- এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতা দিতে চলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যটির প্রাথমিক স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সব ছাত্র-ছাত্রীদের জুতা দেওয়া হবে।
মঙ্গলবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী এক সপ্তাহের মধ্যেই এই কর্মসূচী চালু করার জন্য রাজ্যটির শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি।
এদিন বোলপুর থেকে বর্ধমানে মাটি উৎসবে যোগ দেওয়ার সময় হঠাৎ কাঁকসায় একটি সরকারি প্রাথমিক স্কুলের সামনে দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল। এরপর সোজা চলে যান স্কুলের ভিতরে। কিন্তু সেখানে গিয়ে দেখেন অনেক স্কুল ছাত্র-ছাত্রীর পায়েই জুতা নেই। এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছেই জানতে চান তিনি। স্কুল কর্তৃপক্ষ জানায় দারিদ্রতার কারণেই তারা জুতা থেকে বঞ্চিত। সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন দ্রুত রাজ্যের সব প্রাথমিক স্কুলেই প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুল ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে জুতা দেওয়ার ব্যাবস্থা করতে।
তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যটির বিরোধী রাজনৈতিক দলের তরফে বলা হচ্ছে নির্বাচনের আগে রাজ্যের সাধারণ মানুষের মন জয় করার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী কল্পতরু হয়ে উঠেছেন।
যদিও বিরোধীদের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের মতে মুখ্যমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল ও সংবেদশীল। তাই স্কুল পড়ুয়াদের বাস্তব পরিস্থিতি বুঝেই প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রদীদের বিনামূল্যে জুতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব