অফিস টাইমে মেট্রোরেলে চড়লে বাড়তি ভাড়া গুণতে হবে যাত্রীদের। তবে দিন রাতের অন্য যেকোনো সময়ের ভাড়া আগের মতোই থাকছে। ভারতীয় রেল বোর্ডকে এমনই প্রস্তাব দিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার একে কাপুর একথা জানিয়েছেন। খবর ২৪ ঘণ্টার।
জানা গেছে, অফিস টাইমের সংজ্ঞা নির্ধারণের জন্য এখন মেট্রোর অফিসাররা কাজ করছেন। সকালের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ভিড় সবচেয়ে বেশি, তা খতিয়ে দেখা হচ্ছে। একইভাবে সন্ধ্যের কোন সময় থেকে কোন সময় অফিস ফেরত যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি, খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে তাও। খতিয়ে দেখা হচ্ছে কোন সময়ে চাহিদা এবং রোজগার সবচেয়ে বেশি। অফিস টাইমের সংজ্ঞা নির্ধারণ হয়ে গেলেই চূড়ান্ত প্রস্তাব রেল বোর্ডকে পাঠিয়ে দেওয়া হবে।
সূত্র: ২৪ঘণ্টা
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৬/মাহবুব