রাজনৈতিক মতাদর্শ দুই জনেরই আলাদা। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে ও পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটানা কামান দেগেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মোদিকে দাঙ্গাগুরু বলেও তোপ দেগেছিলেন মমতা। এমনকি কোমড়ে দড়ি পড়িয়ে ঘোরাবেন বলেও হুমকি দিয়েছিলেন।
কিন্তু হাসিমুখেই সেসব মেনে নিয়ে মমতাকে দিদি বলে সম্বোধন করেছিলেন ভারতীয় রাজনীতির ‘নমো’। ক্ষমতায় আসার পর রাজ্যের স্বার্থে দিল্লিতে গিয়ে সেই নমোর সাথে দিদির কয়েকবার সাক্ষাত হলেও মোদি কিংবা বিজেপি নিয়ে এখনও পর্যন্ত মমতার অবস্থান আগের মতোই অনড়। সরকারি মঞ্চ কিংবা দলীয় মঞ্চ সুযোগ পেলেই কেন্দ্রীয় সরকার কিংবা ব্যক্তিগত ভাবে মোদিকেও তোপ দাগতে ছাড়েন না। মোদি সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোন এনে মমতা বলেছেন রাজ্যের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ রুপি কেটে নেওয়া হচ্ছে। কয়েকদিন আগেই তিনি অভিযোগ করে বলেছিলেন কেন্দ্রীয় সরকার সবরকম সহায়তা করলে রাজ্যের অনেক উন্নয়নের কাজ করা যেত।
সম্প্রতি পাশ্চিমবঙ্গের মালদা জেলায় সহিংসতা নিয়েও তৃণমূল ও বিজেপির মধ্যে দোষারোপের পালা চলছে। রাজ্যটির শাসকদল তৃণমূল কংগ্রেস সরকার বিজেপি’র তিন নেতাকে ওই স্থানে প্রবেশেও বাধা দিয়েছিল পাশাপাশি রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোরও অভিযোগ এনেছে তারা। চুপ করে থাকেনি বিজেপিও। তাদের অভিযোগ ছিল ভোট ব্যাঙ্কের স্বার্থেই সন্ত্রাসীদের প্রশয় দিচ্ছে তৃণমূল।
এমন এক পরিস্থিতিতে সেই দিদিই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীকে, তাও আবার গুজরাটি ভাষায়। শুভেচ্ছা বার্তা পেয়ে মোদিও ধন্যবাদ জানালেন দিদিকে। বুধবার টুইট করে মোদি নিজেই সেকথা জানালেন। তিনি জানান ‘মমতা জি’র কাছ থেকে গুজরাটি ভাষায় লেখা নতুন বছরের হৃদয় স্পর্শ করা শুভেচ্ছা বার্তা পেয়েছি। আমি মমতা দিদিকে ধন্যবাদ জানাই এবং ২০১৬ বছরটার জন্য তাঁর প্রতি শুভ কামনা রইল’।
এরপরপরই মমতাও পাল্টা টুইট করে মোদিকে জানান ‘আমি আনন্দিত যে গুজরাটিতে নতুন বছরের শুভেচ্ছা জানানোটা আপনার খুব ভাল লেগেছে। আমাকে বাংলাতে শুভেচ্ছা জানানোয় আপনাকেও ধন্যবাদ’।
মোদি-মমতার এই শুভেচ্ছা বার্তা ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। আগামী এপ্রিল-মে মাসেই রাজ্যটিতে বিধানসভার ভোট, তার আগে কি নতুন কোন সমীকরণের ইঙ্গিত? রাজনৈতিক মহলের ধারনা অন্তত তাই।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন