আগামীকাল ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪০তম কলকাতা বইমেলা। এবারের থিম 'বলিভিয়া গেট'। এ বছরর বইমেলায় লিটারারি মিটে ভারতীয় নাটকের কিংবদন্তী নাট্যব্যক্তিত্ত্ব বাদল সরকারকে নিয়ে থাকছে বিশেষ সেশন। সেখানে আলোচনার বিষয়বস্তু সহিষ্ণু ভারতে অসহিষ্ণুতা।
লিটারারি ফেস্টিভালে বিশেষ চমক হিসেবে থাকছে আয়ান আলি বাঙ্গাস ও আমান আলি বাঙ্গাসের পারফরমেন্স। আসতে পারেন বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনও। মেলায় ২ ফেব্রুয়ারি পালন করা হবে বাংলাদেশ ডে হিসেবে।
এছাড়াও নোবেলজয়ী গুন্টার গ্রাস ও বিখ্যাত কার্টুনিস্ট আর কে লক্ষ্মণকে বিশেষ সম্মানে সম্মানিত করা হবে। উদ্বোধনের দিন বিশেষ চমক হিসেবে থাকছে ফ্রান্সের অভিনব সার্কাস। এবারের বইমেলার সঙ্গে সোস্যাল নেটওয়ার্কিং সাইটের বিশেষ ভূমিকা থাকবে। টুইটারের মাধ্যমে প্রয়োজনীয় বইয়ের অর্ডার দেওয়ার ব্যবস্থাও থাকছে।
সূত্র: ২৪ ঘণ্টা
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৬/মাহবুব