গরুর মাংস বহন করার অভিযোগে দুইজনকে আটক করল গুরগাঁওয়ের পুলিশ। আবদুল রহমান এবং মোহিদুর রহমান নামে ওই দুই অভিযুক্ত পশ্চিমবঙ্গের নাগরিক।
রবিবার সকালে গুরগাঁওয়ের ওয়াজিরাবাদে সিএনজি অটোরিক্সায় ওই দুই ব্যক্তি ৩৫ কেজি গোমাংস নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। এরপরই সুশান্ত লোক থানার পুলিশ তাদেরকে আটক করে।
সুশান্ত লোক থানার এক কর্মকর্তা জানিয়েছে, ‘গো রক্ষা দল'-এর তরফে পুলিশের কন্ট্রোল রুমে একটি বার্তা আসে। সেখানে বলা হয় দুই ব্যক্তি গোমাংস বহন করছে। এরপরই তাদেরকে ধরতে অভিযানে নামে পুলিশ। তাদের দুইজনকেই আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাংসগুলি গোমাংস বলেও জানান তিনি।
অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে ‘হরিয়ানা গোবংশ সংরক্ষণ এবং গোসম্বর্ধন আইন ২০১৫’এর ৩ এবং ৮ নম্বর ধারায় মামলা করা হয়েছে। আইন অনুযায়ী দুই জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ‘এই আইন অনুযায়ী হরিয়ানা রাজ্যে গরু জবাইকারী, গোমাংস বহন করা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। দোষী প্রমাণিত হলে ৩ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে অভিযুক্তদের।
বিডি-প্রতিদিন/ ০১ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা