সামাজিক কল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 'কলকাতা এক্সলেন্স অ্যাওয়ার্ড' সম্মানে ভূষিত করা হল বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মহম্মদ ফজলে রাব্বি মিঞাকে। রবিবার কলকাতার অবনীন্দ্র সভাঘরে 'হ্যালো কলকাতা' সংগঠনের তরফে এই সম্মান তুলে দেওয়া হয় ডেপুটি স্পীকারের হাতে।
এছাড়া আরও তিনটি পুরস্কার (এপার বাংলা ওপার বাংলা সম্মান, সমাজ দর্পণ অনন্য পুরস্কার, সমাজ দরদীয়া অনন্য পুরস্কার) তুলে দেওয়া হয় ডেপুটি স্পীকারের হাতে।
পুরস্কার পেয়ে ফজলে রাব্বি বলেন, ''আমি খুবই আপ্লুত। আমাকে এই পুরস্কার দেওয়া হবে তার কোন ধারণাই আমার ছিল না। আমি মনে করেছিলাম এখানে গুণিজন সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। কিন্তু এখানে যেভাবে আমাকে পুরস্কৃত করা হল তাতে আমি কৃতজ্ঞ এবং কর্তৃপক্ষকে আমার তরফে ধন্যবাদ জানাই।''
বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি চমৎকার। বাংলাদেশে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এই ধরণের ঘটনা শুধুমাত্র বাংলাদেশেই নয়, সারা বিশ্বব্যাপী ঘটছে বরং পশ্চিমা দেশগুলিতে এই ধরণের ঘটনা আরও বেশি ঘটছে। তাছাড়া আমাদের দেশের সরকার এই ধরণের যে কোন ঘটনাকে শক্ত হাতে মোকাবিলা করার বিষয়ে অত্যন্ত দক্ষ। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নিয়েছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ